রংপুরের পীরগাছা স্টেশনে যাত্রীবাহী পদ্মরাগ ট্রেনের পাঁচটি কোচ লাইনচ্যুত হওয়ার ১৪ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে সান্তাহার-লালমনিরহাট রুটে ট্রেন যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। দুর্ঘটনায় প্রায় পাঁচ শতাধিক যাত্রী চরম দুর্ভোগে পড়েন। পরে দুটি রিলিফ ট্রেনের সহায়তায় রাত সাড়ে এগারটায় উদ্ধার কাজ শেষ হয়। আজ বুধবার সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবার সম্ভাবনার কথা জানান উদ্ধার কাজে নিয়োজিত রেলকর্মীরা। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, সান্তাহার থেকে লালমনিরহাট অভিমুখী ট্রেন পীরগাছা স্টেশন ছেড়ে যাওয়ার এক মিনিটের মধ্যে পদ্মরাগ ট্রেনের পাঁচ কোচ ডাউন পয়েন্ট হোম সিগনাল এলাকায় লাইনচ্যুত হয়। এতে বড় ধরনের দুর্ঘটনা না ঘটলেও লাইন ও সিগন্যালের ক্ষতি হয়েছে। রেল লাইনের কাঠের স্লিপার পঁচে যাওয়া, পাথর না থাকা এবং দীর্ঘদিন মেরামত না করার কারণে...