বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভারত ও বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা আরো জোরদার এবং তাদের ভৌগোলিক নৈকট্য, ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতা ও ভবিষ্যৎ আকাঙ্ক্ষাকে উভয় দেশের জন্য লাভজনক সহযোগিতার নতুন সুযোগে রূপান্তর করতে একসঙ্গে কাজ করা উচিত।ঢাকার বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) আয়োজিত ২০২৫ সালের এনডিসি কোর্সে অংশগ্রহণকারীদের উদ্দেশে গত সোমবার বক্তব্য দেওয়ার সময় প্রণয় ভার্মা এসব কথা বলেন। ভারতীয় হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।বার্তাবাজার/এমএইচ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভারত ও বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা আরো জোরদার এবং তাদের ভৌগোলিক নৈকট্য, ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতা ও ভবিষ্যৎ আকাঙ্ক্ষাকে উভয় দেশের জন্য...