ব্যাটিংয়ে প্রত্যাশিত রান তুলতে না পারায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই চাপের মুখে ছিল বাংলাদেশ। সেই চাপ কাটাতে দরকার ছিল বল হাতে এক ঝলক আলোর—আর সেই আলো জ্বালালেন নাসুম আহমেদ। টুর্নামেন্টে প্রথমবার সুযোগ পেয়ে প্রথম বলেই ফিরিয়ে দিলেন আফগান ওপেনার সেদিকউল্লাহ অতলকে। এমন দুর্দান্ত শুরুতেই তৈরি হলো ম্যাচের মোড় ঘোরানোর মঞ্চ।নতুন বলে দারুণ স্পেল উপহার দিয়ে শেষ পর্যন্ত ম্যাচসেরার পুরস্কার জেতেন বাঁহাতি এই স্পিনার। পুরস্কার হাতে নাসুম বলেন, ‘নতুন বলে সবসময় বোলিং করতে ভালো লাগে। আজকে যখন অধিনায়ক আমাকে প্রথম ওভার দিলেন, তখনই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, প্রথম বলেই উইকেটটা পেয়েছি—অনেক ভালো লেগেছে।’প্রথম ওভারে শুধু উইকেটই নয়, তুলে নেন একদম মেডেনও। আফগানিস্তানের ইনিংসের গতি আটকে দেয় সেই শুরু। তিন ওভারের স্পেলে ফেরান ইব্রাহিম জাদরানকেও। তার করা প্রথম তিন ওভারে আফগানরা...