জয় দিয়ে আসর শুরু, এরপর হার, আজ আবার ঘুরে দাঁড়ানো জয়। গ্রুপপর্বের তিন ম্যাচে ২টি জয়ে চার পয়েন্ট নিয়ে এশিয়া কাপের সুপার ফোরের স্বপ্ন বাঁচিয়ে রাখলো বাংলাদেশ। আবুধাবিতে আজ আফগানিস্তানের বিরুদ্ধে উত্তেজনা ছড়ানো ম্যাচে ৮ রানে জয় পেয়েছে লিটন দাসরা। আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে তানজিদ তামিমের ফিফটি ও সাইফ-তাওহীদের ব্যাটে ভর করে ১৫৪ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে মুস্তাফিজ-নাসুম-রিশাদের বোলিংয়ে ইনিংসের একদম শেষ বলে ১৪৬ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান। এশিয়া কাপে সুপার ফোরের দৌড়ে টিকে থাকতে একাদে চারটি পরিবর্তন এনেছিল বাংলাদেশ। ওপেনার পারভেজ ইমনের জায়গায় ডাক পেয়ে ৩০ রানের ইনিংস খেলার পাশাপাশি ৬৩ রানের ওপেনিং জুটি গড়তে ভূমিকা রেখেছেন সাইফ হাসান। মাহেদী হাসানের জায়গায় একাদশে সুযোগ পেয়ে ভেলকি দেখিয়েছেন নাসুম আহমেদ। ৪ ওভার বোলিং করে মাত্র ১১ রান দিয়ে...