খ্যাতনামা মার্কিন অভিনেতা, পরিচালক ও পরিবেশ আন্দোলনের কর্মী রবার্ট রেডফোর্ড আর নেই। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তিনি যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের সানড্যান্সে নিজ বাড়িতে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জনসংযোগ কর্মকর্তা সিন্ডি বার্গার। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও জানানো হয়নি। হলিউডে রেডফোর্ডের প্রয়াণ গভীর শোকের সঞ্চার করেছে। মেরিল স্ট্রিপ, জেন ফন্ডা, রন হাওয়ার্ড, মার্লি ম্যাটলিন এবং লেখক স্টিফেন কিংসহ বহু বিশিষ্ট ব্যক্তি তাঁকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন। রবার্ট রেডফোর্ড অভিনয়জীবন শুরু করেন ছোট চরিত্র দিয়ে। প্রথম বড় সুযোগ পান ১৯৬২ সালের যুদ্ধভিত্তিক ছবি ‘ওয়ার হান্ট’-এ। এরপর ইনসাইড ডেইজি ক্লভার, সিডনি পোলাকের দিস প্রপার্টি ইজ কনডেমন্ড এবং জেন ফন্ডার সঙ্গে রোমান্টিক কমেডি বেয়ারফুট ইন দ্য পার্ক-এ অভিনয় করে ধীরে ধীরে জনপ্রিয়তা...