এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে জয়ের বিকল্প ছিল না। সেই চাপ সামলে এশিয়া কাপে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে সুপার ফোরে ওঠার আশা টিকিয়ে রেখেছে লিটন দাসের দল। টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুটা করে দারুণভাবে। ওপেনার তানজিদ হাসান তামিম খেলেন ৫২ রানের ঝলমলে অর্ধশতক। তাঁর ব্যাট থেকে এসেছে ৪টি চার ও ৩টি ছক্কা। তার সঙ্গী সাইফ হাসান করেন ২৮ বলে ৩০ রান মাঝের ওভারে তৌহিদ হৃদয় (২৬) এবং শেষদিকে শামীম ও নুরুল হাসানের কার্যকর ইনিংসে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে। ১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তানকে শুরুতেই ধাক্কা দেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। ইনিংসের প্রথম বলেই সেদিকউল্লাহ আতালকে এলবিডব্লু করে বাংলাদেশকে এনে দেন প্রথম সাফল্য। এরপর...