এশিয়া কাপে আগের দুই ম্যাচে একাদশেই জায়গা হয়নি। দলে ফিরেই ঝলক দেখালেন নাসুম আহমেদ। বাঁহাতি এই স্পিনার আফগানিস্তানের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে বাংলাদেশের জয়ের নায়ক। ৪ ওভারে একটি মেইডেনহ মাত্র ১১ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন নাসুম। টপঅর্ডারে সেরা তিন ব্যাটারের দুজনকে (সেদিকুল্লাহ অতল আর ইব্রাহিম জাদরান) এলবিডব্লিউ করেন নাসুম। নাসুমের...