বর্তমান বিশ্ব অর্থনীতিতে বহুমুখী রপ্তানি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠছে। বিশ্ব বাণিজ্য ব্যবস্থা ক্রমাগত পরিবর্তিত হচ্ছে এবং কোনো একটি নির্দিষ্ট পণ্য বা বাজারের ওপর নির্ভরতা মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। তাই, অর্থনীতিকে স্থিতিশীল ও শক্তিশালী করতে বহুমুখী রপ্তানির কোনো বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, প্রতিনিয়ত গ্রাহকের চাহিদা এবং প্রযুক্তি দ্রুত পরিবর্তিত হচ্ছে। নতুন নতুন পণ্য ও সেবার চাহিদা সৃষ্টি হচ্ছে। যদি কোনো দেশের রপ্তানি শুধু একটি পুরনো পণ্যের ওপর নির্ভরশীল থাকে, তাহলে তারা এই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে পারে না। বহুমুখী রপ্তানি একটি দেশকে নতুন ও উদীয়মান খাতে বিনিয়োগ এবং নিজেদের সময়ের সঙ্গে মানিয়ে নিতে উৎসাহিত করে। শুধু তাই নয়, পুরোনো ও প্রচলিত বাজারগুলো প্রায়শই প্রতিযোগিতায় পূর্ণ থাকে। বহুমুখী রপ্তানি একটি দেশকে নতুন নতুন দেশ এবং অঞ্চলে...