মৌলভীবাজারে ব্যাংকারদের নিয়ে মানি লন্ডারিং ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধে কর্মশালা করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি প্রাইম ব্যাংক পিএলসি লিড ব্যাংক হিসেবে ‘মানি লন্ডারিং প্রতিরোধ এবং সন্ত্রাসবাদে অর্থায়ন (এএমএল এবং সিএফটি) প্রতিরোধ’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে। মঙ্গলবার প্রাইম ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মশালায় মৌলভীবাজারের বিভিন্ন তফসিলি ব্যাংকের ৯০ জন ব্যাংকার অংশ নেন। এতে মানি লন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়ন সম্পর্কিত বিভিন্ন বিষয়, যেমন- আইন ও বিধির নির্দেশাবলী, কেওয়াইসি, লেনদেন মনিটরিং, ক্রেডিট ও ট্রেড বেইজড মানিলিন্ডারিং প্রতিরোধে বিষয়ে করণীয় বিষয়ে আলোচনা করা হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। কর্মমালাকে আকর্ষণীয় করতে প্রশিক্ষণ সেশনের পরে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিএফআইইউ এর পরিচালক মো. মোস্তাকুর রহমান। কর্মশালা...