জিতলে টিকে থাকবে আশা, হারলেই বিদায়, কার্যত বাঁচা-মরার এমন সমীকরণের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ যখন আফগানিস্তান, ভয় কিছুটা থাকেই। তবে সেই ভয়কেই এবার জয় করেছে বাংলাদেশ। বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে এবারের এশিয়া কাপে টিকে থাকল টাইগাররা। আবুধাবিতে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে টাইগাররা। ওপেনিংয়ে সাইফ হাসান ও তানজিদ তামিম জুটি গড়েন ৬৩ রানের। পারভেজ ইমনের জায়গায় একাদশে ফেরা সাইফ ২৮ বলে ৩০ রান করেন। ইনিংসে দুটি চার ও একটি ছক্কা ছিল। তবে সাবলীল হতে পারেননি। এরপর অধিনায়ক লিটন দাস ফিরেন ১১ বলে ৯ রান করে। তবে ঝড়ো ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন তানজিদ তামিম। ৩১ বলে চারটি চার ও তিন ছক্কায় করেন ৫২ রান। দলের স্কোর...