১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম পটুয়াখালীর কলাপাড়ায় আরএনপিএলের তাপ বিদ্যুৎকেন্দ্রের (১৩২০ মেগাওয়াট) কয়লা সরবরাহের চতুর্থ দফায় দরপত্রটি বেশকিছু কারণ দেখিয়ে বাতিল করা হয়েছে। তদন্ত কমিটির যেসব সুপারিশের ভিত্তিতে এ দরপত্র বাতিল করা হয়েছে। সেই প্রতিবেদনে অযৌক্তিক বিষয়গুলো টেনে এনে একপেশে প্রতিবেদনের ভিত্তিতে দরপত্র বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে অভিযোগ করা হয়েছে। কয়লার দরপত্র বাতিলের তদন্ত,কমিটির প্রতিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন এ খাত সংশ্লিষ্ট ও বিশেষজ্ঞরা।চতুর্থ দফায় কয়লা আমদানির দরপত্র বাতিলের পর গত ২৮ আগস্ট উচ্চআদালতে একটি রিট্ করে এ দরপত্রে একমাত্র কারিগরি ও আর্থিকভাবে যোগ্য বিবেচিত হওয়া সিঙ্গাপুরভিত্তিক কোম্পানি ইয়াংথাই এনার্জি প্রাইভেট লিমিটেড। আদালত দরপত্র বাতিলের সিদ্ধান্তের ওপর তিন মাসের স্থগিতাদেশ দিয়েছেন। পাশাপাশি কয়লার দরপত্র বাতিল ও নতুন দরপত্র আহ্বানের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না...