১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৯ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৯ এএম শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের কট্টরপন্থী অনলাইন ইনফ্লয়েন্সার চার্লি কার্কের হত্যাকান্ডের সন্দেহভাজন হিসেবে ২২ বছর বয়সী টাইলার রবিনসনের তথ্য ঘোষণার পর উটাহের গভর্নর স্পেন্সার কক্স বলেছেন যে, রবিনসন সামাজিক মাধ্যমে একটি গ্রুপ চ্যাটে বন্ধুদের কাছে তার কর্মকা- সম্পর্কে অবহিত করেছিলেন।কক্স জানিয়েছেন, রবিনসন যে ঘৃণাত্মক কথাগুলি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন, সেগুলির মধ্যে অন্যতম লেখাগুলি ছিল, ‘আরে ফ্যাসিস্ট! ধর!’ ‘যদি তুমি এটা পড়ো, তাহলে তুমি সমকামী।’ কক্স বলেছেন, ‘রবিসনের এক আত্মীয় রবিনসনকে ঘৃণায় পরিপূর্ণ বলে বর্ণনা করেছেন। অনলাইন সামাজিক মাধ্যমের বিষাক্ত প্রভাব যে আমাদের বাস্তব জীবনে ছড়িয়ে পড়তে শুরু করেছে, তার ক্রমবর্ধমান প্রভাব বর্ণণা করতে গিয়ে কক্স স্পষ্ট ঘোষণা করেন, ‘সামাজিক মাধ্যম আমাদের সমাজের জন্য একটি ক্যান্সার।’ তিনি বলেন,...