১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম হকির যে কোনো পর্যায়ের বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ভারতের তামিলনাড়ুতে অনুষ্ঠিত হবে জুনিয়র (অনূর্ধ্ব-২১) হকি বিশ্বকাপের খেলা। বাংলাদেশসহ ২৪টি দল অংশ নেবে এই বিশ্বকাপে। টুর্নামেন্টের খেলা হবে চেন্নাই ও মাদুরাইয়ে। জুনিয়র বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ যুব দল মালয়েশিয়ায় ৭ দিনের কন্ডিশনিং ক্যাম্প করবে। ক্যাম্প করতে ২৩ সেপ্টেম্বর মালয়েশিয়ায় যাবে ২৬ সদস্যের বাংলাদেশ দল। সেখানে অনুশীলনের পাশাপাশি চারটি প্রস্তুতি ম্যাচও খেলবে তারা। জুনিয়র হকি বিশ্বকাপকে সামনে রেখে ঢাকায় এক মাস ধরে অনুশীলন করছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। আসরে ভালো করতে পাঁচ কৌশল নিয়ে এগুচ্ছেন বাংলাদেশ যুব হকি দলের ডাচ প্রধান কোচ সেগফ্রাইড আইকম্যান। গতকাল বিকালে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামের...