১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম চব্বিশের গণঅভ্যুত্থানকালে রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা ছাত্রকে গুলিসহ দু’জনকে হত্যা মামলায় চার্জ গঠন সংক্রান্ত আদেশ আগামিকাল বৃহস্পতিবার।বিচারপতি মো: গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শুনানি শেষে এ তারিখ ধার্য করেন। গতকাল প্রসিকিউশনের পক্ষে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন চীফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পলাতক আসামিদের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো: আমির হোসেন। এ সময় গ্রেফতার হওয়া আসামি পুলিশের এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেন তার অ্যাডভোকেট সারওয়ার জাহান নিপ্পন।মামলায় পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৪ আসামি হলেন, ডিএমপির খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো: রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মশিউর রহমান ও রামপুরা থানার সাবেক...