১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম বাংলাদেশেও শুরু হচ্ছে এইচবিও ম্যাক্স স্ট্রিমিং প্ল্যাটফর্মটি। এতে দর্শকরা উপভোগ করতে পারবেন হ্যারি পটার, হাউস অব দ্য ড্রাগন, দ্য লাস্ট অব আস, এ মাইনক্রাফট মুভি ও সুপারম্যানসহ এইচবিও ও ম্যাক্স অরিজিনালস এবং ওয়ার্নার ব্রাদার্সের ব্লকবাস্টার সব কনটেন্ট। আগামী ২৭ অক্টোবর আসছে নতুন সিরিজ ইট: ওয়েলকাম টু ডেরি। বাংলাদেশ, ব্রুনাই, কম্বোডিয়া, লাওস, ম্যাকাও, মঙ্গোলিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১৪টি দেশে নিজেদের বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় স্ট্রিমিং সেবা এইচবিও ম্যাক্স চালুর ঘোষণা দিয়েছে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি। আগামী ১৫ অক্টোবর থেকে এসব দেশের দর্শকেরা উপভোগ করবেন এইচবিও ম্যাক্সের স্ট্রিমিং সেবা। বিশ্বের অন্যতম সেরা এন্টারটেইনমেন্ট ব্র্যান্ড এইচবিও ম্যাক্সে রয়েছে এইচবিওর কনটেন্ট, হ্যারি পটার, ডিসি ইউনিভার্স, কার্টুন নেটওয়ার্ক, ম্যাক্স অরিজিনালস ও হলিউডের জনপ্রিয়...