এশিয়া কাপের সুপার ফোরে খেলতে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। আফগানিস্তানের বিপক্ষে কাঙ্খিত জয়টা পেয়েছে বাংলাদেশ। তানজিদের ফিফটিতে দেড়শতাধিক রানের সংগ্রহ গড়ার পর মোস্তাফিজ-নাসুমদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮ রানে জিতেছে বাংলাদেশ। গ্রুপপর্বের তিন ম্যাচের দুটিতে জিতে বাংলাদেশের পয়েন্ট এখন চার। রানরেটে পিছিয়ে থাকায় পয়েন্ট টেবিলের দুইয়ে বাংলাদেশ। ২ ম্যাচে ২ জয়ে রানরেটে এগিয়ে থেকে শীর্ষে শ্রীলঙ্কা। আর ২ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে তিনে আফগানিস্তান। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তান ও শ্রীলঙ্কা ম্যাচে লঙ্কানরা জিতলে অথবা ম্যাচটি পরিত্যক্ত হলে সুপার ফোরে যাবে বাংলাদেশ। অন্যথায় রানরেটের হিসেব কষতে হবে। যেখানে বেশ পিছিয়ে টিম টাইগার্স। সংযুক্ত আরব আমিরাতে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপপর্বের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে আগে ব্যাটে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রানের...