শ্রীলঙ্কার বিপক্ষে হতাশাজনক হারের পর এশিয়া কাপে বাংলাদেশের পথ প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। কাগজে-কলমে টিকে থাকার ক্ষীণ সম্ভাবনাটুকুও অনেকেই গুরুত্ব দেননি। তবে ক্রিকেট তো অনিশ্চয়তার খেলা—আর সেই অনিশ্চয়তাকেই সম্ভব করে দেখাল লিটন দাসের বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচে শক্তিশালী আফগানিস্তানকে ব্যাটে-বলে দাপট দেখিয়ে ৪ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে গ্রুপের পয়েন্ট তালিকায় দুইয়ে উঠে এসেছে টাইগাররা। এখন বাংলাদেশের চোখ ১৮ সেপ্টেম্বরের ম্যাচে। সে ম্যাচে আফগানিস্তান হারলেই সরাসরি সুপার ফোরে যাবে বাংলাদেশ। আর আফগানরা জিতলে পড়তে হবে রানরেটের জটিল হিসাব-নিকাশে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ১৫৫ রানের টার্গেট তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় আফগানিস্তান। একাদশে ফেরা স্পিনার নাসুম আহমেদ ইনিংসের প্রথম বলেই সেদিকউল্লাহ আতালকে এলবিডব্লিউ করেন। পাওয়ার প্লেতে আফগানরা দুই উইকেট হারিয়ে সংগ্রহ করে মাত্র ২৭ রান। এরপর গুলবাদিন নাইব ও রহমানউল্লাহ...