এশিয়া কাপে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়ে তুললেও শেষ ওভারের লড়াইয়ে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে সুপার ফোরের দৌড়ে টিকে রইল বাংলাদেশ। তবে লঙ্কানদের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে টাইগারদের। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য ১৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪৬ রানে অলআউট হয়েছে আফগানরা। জয়ের জন্য শেষ ওভারে ২২ রান দরকার ছিল আফগানিস্তানের। তবে মোস্তাফিজের করা শেষ ওভারের শেষ বলে নুর আহমেদ নুরুল হাসানের হাতে ক্যাচ দিতেই শেষ ম্যাচ। ফলে ৮ রানের ব্যবধানে জয় তুলে নিয়ে সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা টিকিয়ে রাখলো বাংলাদেশ দল। এশিয়া কাপে শ্বাসরুদ্ধকর এই ম্যাচে জিতলে টিকে থাকবে আশা, হারলেই বিদায়-কাযত বাঁচা-মরার এমন সমীকরণের ম্যাচে বাংলাদেমের জয়টা আসতে পারতো আরও সহজে, ব্যবধান হতে পারতো আরও বেশি। ১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে...