আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে তানজিদ তামিম রাখলেন দুর্দান্ত অবদান। ওপেনিংয়ে নামতেই শুরু করলেন আগ্রাসী ব্যাটিং, প্রতিপক্ষ বোলারদের ওপর চাপ সৃষ্টি করলেন প্রথম থেকেই।মাত্র ৩১ বল খেলে তুলে নিলেন ৫২ রান। যাতে ছিল চারটি চার আর তিনটি দৃষ্টিনন্দন ছক্কার শট। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি তার সপ্তম অর্ধশতক। সাইফ হাসানকে সঙ্গে নিয়ে ওপেনিং জুটিকে ব্যর্থতার তকমা লাগাতে দেননি তামিম। এই জুটি যখন ভাঙে স্কোরবোর্ডে তখন ৬৩। সাইফই আগে বিদায় নেন। ২৮ বলে তার ব্যাট থেকে আসে ৩০ রান। তামিমও...