ফৌজদারি আইনে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। আইনে বিচারপ্রার্থী ও আসামিদের সুরক্ষায় যুক্ত করা হয়েছে নতুন ধারা। বর্তমান সরকার ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধিতে এসব পরিবর্তন এনেছে। আইনে ডিজিটাল মাধ্যমে অর্থাৎ মুঠোফোনে কল করে ও খুদেবার্তার (এসএমএস) মাধ্যমে সমন জারি, মিথ্যা ও হয়রানিমূলক মামলা রোধে আবশ্যিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিধান যুক্ত করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ ‘ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ’ এর গেজেট প্রকাশ করে। সংশোধিত বিধানগুলোতে গ্রেপ্তার, তদন্ত, জামিন, বিচারসহ পুরো প্রক্রিয়ায় বেশকিছু মৌলিক পরিবর্তন আনা হয়েছে। তাছাড়া ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা, পুলিশের রিমান্ডে নেয়া, অন্য মামলায় গ্রেপ্তার দেখানো, মামলার হাজিরা ও সাক্ষীর নিরাপত্তার ব্যবস্থাতেও পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি যে কোনো স্থানে সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনার বিধানও রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা...