গাজীপুরের শ্রীপুরে কৃষি খামারে প্রবেশের রাস্তা কেটে ফেলে ধানচাষ করার অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদ করলে এক নারী কৃষি উদ্যোক্তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। এ ঘটনায় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই নারী। অভিযোগে জানা গেছে, শ্রীপুরের মাওনা ইউনিয়নের সিঙ্গারদীঘি গ্রামের বাসিন্দা জোহরা আক্তার বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের গাজীপুর প্রতিনিধি ফজলুল হক মোড়লের স্ত্রী। কৃষি উদ্যোক্তা ওই দম্পতি ১০ বছর আগে বাড়ির পাশে শতাধিক বিঘা জমিতে গড়ে তুলেন কৃষি খামার। নতুন প্রজাতির বিশেষ এক ‘আঁখ’ এবং ‘বাঁশ’ চাষ করে দেশব্যাপী সাড়া ফেলেছে তাদের খামার। এটিই এখন কাল হয়েছে তাদের। স্থানীয় প্রভাবশালী শামীম মোড়লের নির্দেশে খামারে প্রবেশের একমাত্র সরকারি রাস্তাটি কেটে কৃষি জমির সঙ্গে মিশিয়ে দিয়ে সেখানে ধান চাষ করেছেন তার সহযোগীরা। চোখেমুখে আতঙ্কের ছাপ...