রাজশাহীতে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) কর্তৃক ডিজিটাল প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে তিন দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী সচেতন নাগরিক সমাজের ব্যানারে গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর হেতেম খা এলাকায় নেসকো কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। তাদের দাবিগুলো হলো ডিজিটাল প্রিপেইড মিটার স্থাপন বন্ধ করতে হবে, ৫০-৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের একই স্বল্পমূল্য নির্ধারণ করতে হবে এবং গ্রাহকদের কাছ থেকে নেওয়া ডিমান্ড চার্জ বাতিল করতে হবে। মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই তিন দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আমরা আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব। মানববন্ধন শেষে আয়োজকদের একটি প্রতিনিধিদল নেসকো কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেন।...