নোয়াখালীর হাতিয়ার দক্ষিণ বঙ্গোপসাগরে তাড়া খেয়ে পালানোর চেষ্টার সময় এমভি আবুল কালাম নামের একটি ট্রলারকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয় জলদস্যুরা। এর ২৪ ঘণ্টা পর গত সোমবার সন্ধ্যায় অন্য ট্রলারের সহযোগিতায় ডুবে যাওয়া ট্রলারটির ১৮ জেলেকে উদ্ধার হয়। উদ্ধার জেলেদের উপজেলা সদরে নিয়ে আসা হয়েছে। তারা সবাই উপজেলার আমতলী গ্রামের বাসিন্দা। এর আগে গত রবিবার বিকেলে হাতিয়ার দক্ষিণে সাগরে জলদস্যুদের এ হামলার ঘটনা ঘটে। উদ্ধার হওয়া জেলেরা জানান, গত শনিবার বিকেলে ১৮ জেলেসহ এমভি আবুল কালাম ট্রলারটি বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। হঠাৎ অপর একটি ট্রলারে থাকা জলদস্যুরা তাদের ধাওয়া করে। একপর্যায়ে জলদস্যুরা...