ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশ-ভারত সম্পর্ক রাজনৈতিক অস্থিরতা, কূটনৈতিক টানাপড়েন এবং পারস্পরিক বাগ্যুদ্ধে জর্জরিত। তবে অর্থনীতির পরিসংখ্যান বলছে, বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থায় ভারতের প্রভাব এখনও অক্ষুণ্ন। খাদ্যশস্য, তুলা, সুতা, বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন খাতে ভারতীয় পণ্য বাংলাদেশের বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভূ-অর্থনৈতিক একটি দেশের ওপর আরেকটি দেশের এমন অর্থনৈতিক প্রভাব যা কেবল বাণিজ্য সীমাবদ্ধ নয়, বরং কৌশলগত নির্ভরশীলতাও তৈরি করে। বাংলাদেশের সীমান্তঘেরা অবস্থান, খাদ্য ও জ্বালানি আমদানির ওপর নির্ভরশীলতা এবং পোশাক শিল্পের কাঁচামাল ভারত থেকে আসার কারণে এই প্রভাব আরও দৃঢ় হয়েছে। শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশিদের ভিসা প্রদানে সীমাবদ্ধতা আরোপ করে। তবে রাজনৈতিক টানাপড়েন থাকা সত্ত্বেও বাণিজ্যিক প্রবাহ স্থিতিশীল থাকে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ভারত বাংলাদেশে প্রায়...