১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম ২০১৬ সালের বহুল আলোচিত পানামা পেপারস কেলেঙ্কারির তালিকায় থাকা ৩৪ বাংলাদেশির মধ্যে একজন ছিলেন মোতাজ্জেরুল ইসলাম মিঠু। মূলত জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জন করে তা বিদেশে পাচারের অভিযোগে তখন থেকেই অনুসন্ধান শুরু করে বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও দুর্নীতি দমন কমিশন (দুদক)। কিন্তু একটি প্রভাবশালী সিন্ডিকেটের ইশারায় কোন কিছুই করতে পারেনি অনুসন্ধানকারী প্রতিষ্ঠানগুলো। যদিও নন-সাবমিশন মামলায় তার ৭৪ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে বিদেশযাত্রা ঠেকাতে ইমিগ্রেশন পুলিশকে চিঠি পাঠায় এবং নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করে দুদকের তৎকালীন উপ-পরিচালক মশিউর রহমান এ সংক্রান্ত আবেদন সংশ্লিষ্ট দপ্তরে পাঠান। স্বাস্থ্য খাতে ঠিকাদারদের সিন্ডিকেট গড়ে বিপুল অবৈধ অর্থ উপার্জন ও বিদেশে পাচারের...