১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম এশিয়া কাপের ১৭তম আসর চলছে। একটি বাদে সবক’টি আসরেই খেলেছে বাংলাদেশ। তিন তিন বার ফাইনালেও খেলেছে লাল-সবুজের দল। সেই বিচারে এশিয়ার শ্রেষ্ঠত্বের এই মঞ্চে একেবারেই নতুন আরব আমিরাত, হংকং। একদন নিজেদের প্রথম জয় পেয়েছে টুর্নামেন্টের ইতিহাসে, অন্যটি জয় না পেলেও বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে নাকানি চুবানি খাইয়ে ছেড়েছে! অথচ বাংলাদেশ? চেনা এই আসরে সুপার ফোরে খেলা নিয়েই পড়ে গেছে ঝুঁকিতে (গতরাতে আফগানিস্তান ম্যাচের আগে)! গতপরশু চমকের শুরুটা হংকংকে দিয়েই শুরু। তিনবার জীবন পেয়ে ৬৮ রানের ইনিংস খেললেন পাথুম নিসাঙ্কা। শেষের গুরুত্বপূর্ণ সময়ে ফ্রি হিটে ছক্কা মারলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। শঙ্কা কাটিয়ে দূর্বল হংকংয়ের বিপক্ষে জয় পেল শ্রীলঙ্কা। গতপরশু রাতে এশিয়া কাপে ‘বি’ গ্রুপের ম্যাচটি ৪ উইকেটে জিতেছে চারিথ আসালাঙ্কার দল।...