১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নে ভয়াবহ আকার ধারণ করেছে পদ্মা নদীর ভাঙন। গত এক সপ্তাহে অন্তত চারটি গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে তিন শতাধিক পরিবার ঘরবাড়ি হারিয়ে অন্যত্র আশ্রয়ের খোঁজে ছুটছে।গতকাল মঙ্গলবার দেখা যায়, হঠাৎপাড়া, চর বয়ারমারি, কামারপাড়া, জামাইপাড়া, চর নওশেরা, হবুপাড়া ও আমতলা খাসমহল গ্রামের মানুষ মালামাল গুছিয়ে নৌকায় তুলছেন। কেউ ভাঙনের কবলে পড়া বাড়ির অর্ধেক অংশ সরাচ্ছেন, কেউবা পুরো বাড়িঘর ছেড়ে দিচ্ছেন। নদীতে তলিয়ে গেছে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পুরো এলাকা।স্থানীয় ইউপি সদস্য উজ্জল হোসেন বলেন, দুই যুগে এমন ভাঙন দেখিনি। অন্তত ৩০০ পরিবার ঘরবাড়ি হারিয়ে উপায়হীনভাবে চলে গেছে। অনেকে এখনও জিনিসপত্র সরাতে হিমশিম খাচ্ছেন। জামাইপাড়ার সাইদুর রহমানের বাড়ি তিনবার নদীগর্ভে গেছে। এবার তিনি...