১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের শেষ দিন ছিল গতকাল মঙ্গলবার । শেষ দিনে মনোনয়নপত্র সংগ্রহে প্রার্থীদের ছিল উপচে পড়া ভীড়। রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছে ১০৬৩ জন প্রার্থী। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ৪৭৪ জন ও হল সংসদে ৫৮৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পদপ্রার্থীরা এককভাবে মনোনয়নপত্র সংগ্রহ করলেও কোনো প্যানেল ঘোষণা করা হয়নি। রাত ৮টার দিকে তথ্যটি নিশ্চিত করেন চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত এই চাকসু নির্বাচন। গত ২৮ আগস্ট তফসিল ঘোষণার পর থেকে বিশ্ববিদ্যালয় জুড়ে তৈরি হয় এক নতুন আমেজ।...