১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জাপানের অ্যানিমেশন সিরিজের ফ্রাঞ্চাইজি ‘ডেমন ¯ে¬য়ার’। ২০২০ সালে মুক্তি পাওয়া এই ফ্রাঞ্চাইজির ‘মুগেন ট্রেইন’ সিনেমাটি আশাতীত সাফল্য পায়। জাপানের সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড করে। এরপর আরও দুটি সিনেমা মুক্তি পায়। ‘ডেমন ¯ে¬য়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ জাপানে মুক্তি পায় গত ১৮ জুলাই। যুক্তরাষ্ট্র, কানাডা, ভারতসহ বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে ১২ সেপ্টেম্বর। এটি মাঙ্গার ইনফিনিটি ক্যাসল আর্কের উপর ভিত্তি করে তৈরি, যেখানে ডেমন ¯ে¬য়ার কর্পস মুজানের ভয়ঙ্কর, পদার্থবিদ্যা-অমান্যকারী দুর্গে প্রবেশ করে। ইনফিনিটি ক্যাসল হলো ডেমন ¯ে¬য়ার মাঙ্গার সবচেয়ে রোমাঞ্চকর অংশগুলির মধ্যে একটি। এটি ডেমন ¯ে¬য়ার কর্পসকে মুজানের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধে নিমজ্জিত করে। হারুও সোতোজাকি পরিচালিত এই ছবিতে জাপানের সেরা ভয়েস শিল্পীরা...