১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ অনুযায়ী প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী মাসের মধ্যে যাবতীয় প্রয়োজনীয় কেনাকাটা সম্পন্ন করার কথা রয়েছে। নির্বাচনী দ্রব্যাদির মধ্যে ব্যালট বাক্স, লক, ঢাকনা, গানি ব্যাগ, সিল, বিভিন্ন প্রকার সিল, ফরম, স্ট্যাম্প প্যাড, প্যাকেট ইত্যাদির উল্লেখ রয়েছে। এ ছাড়াও মজুদ করার দ্রব্যাদি পরীক্ষা ও জেলা-উপজেলা নির্বাচন অফিসারদের চাহিদা নিরূপণ করে ব্যবস্থা নিবে। কেনাকাটার জন্য এরই মধ্যে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বেশির ভাগ পণ্য কেনাকাটা সম্পন্ন হয়েছে। গালা, সিল, তালাসহ ছয় ধরনের সরঞ্জাম ইসিতে মজুদ করা হচ্ছে। কেনাকাটার বাকি কাজগুলোও চলতি মাসের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।এবারের নির্বাচনে মোট ভোটার এখন পর্যন্ত ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার...