১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে দেশের বেশ কয়েকটি নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এর ফলে অন্তত ৯টি জেলার নিম্নাঞ্চল স্বল্পমেয়াদী বন্যায় প্লাবিত হতে পারে। গতকাল মঙ্গলবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী, রংপুর ও রাজশাহী বিভাগে কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাত হয়েছে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, মেঘালয়, আসাম ও ত্রিপুরা প্রদেশে প্রবল বৃষ্টিপাতের ফলে বাংলাদেশের নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে।বিশেষ করে সুরমা ও কুশিয়ারা নদীর পানি আগামী দুই দিন পর্যন্ত বাড়তে পারে এবং বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। ইতোমধ্যে সিলেটের কুশিয়ারার অমলশিদ পয়েন্টে পানি বিপদসীমার...