১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম অনন্য এক উদ্যোগ নিয়েছে নরওয়ের ফুটবল অ্যাসোসিয়েশন। ইউরোপিয়ান অঞ্চলের ফিফা ২০২৬ বাছাইয়ে বিশ্বকাপ আগামী ১১ অক্টোবর ‘আই’ গ্রুপ থেকে অসলোয় স্বাগতিক হয়ে ইসরাইলের মুখোমুখি হবে নরওয়ে। এই ম্যাচ থেকে টিকিট বিক্রির সব অর্থ দেওয়া হবে আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংগঠন ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ)-কে, যারা গাজায় নিরলসভাবে জরুরি মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে। ফিলিস্তিনের গাজায় মানবিক সাহায্য দেয় ১৯৯৯ সালে শান্তিতে নোবেলজয়ী এই সংস্থা। যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয় ও মহামারিতে ক্ষতিগ্রস্ত এমন ৭০টি দেশে জরুরি চিকিৎসা সেবা প্রদান করে ‘ডক্টরস উইথআউট বর্ডারস’। এই স্বাধীন সংস্থার সঙ্গে যৌথভাবে পথচলার বিষয়টি গতকাল জানায় এনএফএফ। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের ভূখ-ে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর গাজায় সামরিক হামলা চালায় ইসরাইল এবং...