১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৯ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৯ এএম বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহাল করতে কেন নির্দেশনা দেয়া হবে না- এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। সেইসঙ্গে বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি আসন করে নির্বাচন কমিশনের গেজেট কেন অবৈধ হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের আগামী ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।গতকাল মঙ্গলবার রিটের শুনানি শেষে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের ডিভিশন বেঞ্চ এ রুল জারি করেন। রিটের পক্ষে শুনানি করেন ব্যরিস্টার শেখ মুহাম্মদ জাকির হোসেন। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন সহকারি অ্যাটর্নি জেনারেল মো. ইকরামুল কবির।এর আগে বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহাল চেয়ে পৃথক ২টি রিট করা হয়। বাগেরহাট প্রেস ক্লাব, জেলা আইনজীবী সমিতি, জেলা...