১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম অর্গানিক নিউট্রিশন লিমিটেড-এর ব্র্যান্ড কারকুমা গতকাল ঢাকার সিক্স সিজন হোটেল-এ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলো, তাদের নতুন পণ্য “কারকুমা ভেজস্প্রেড”। অনুষ্ঠানে কারকুমা ভেজস্প্রেড-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্গানিক নিউট্রিশন লিমিটেডের দুই পরিচালক ইফতেখার রশিদ ও এনায়েত রশিদ। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির নির্বাহী পরিচালক অরুণ কুমার মন্ডল, চিফ অপারেটিং অফিসার মো. মাহবুবুর রহমান, হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং রোহান আহমেদ, সেলস ম্যানেজার মোহাম্মদ আসাদুজ্জামান, ব্র্যান্ড ম্যানেজার জনাব তন্ময় মিশ্রসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। আফগানদের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল টাইগাররা হাসিনার পাতানো নির্বাচনে অংশ নেয়া দলও যুগপৎ আন্দোলনে নামছে বিচারপতির উপস্থিতিতে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ৯ জনের ভার্চুয়ালি হাজিরা রাজউক সাবেক চেয়ারম্যান ছিদ্দিকের বিরুদ্ধে দুদকের মামলা জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের সঠিক...