বাংলাদেশের অর্থনৈতিক উত্তরণকে ‘অভূতপূর্ব’ মন্তব্য করে এর জন্য প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে মঙ্গলবার সন্ধ্যায় ভিডিও কলে মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলাপকালে আইএমএফ প্রধান এমন প্রশংসা করেছেন বলে প্রধান উপদেষ্টার দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ক্রিস্টালিনা জর্জিয়েভা মুহাম্মদ ইউনূসের উদ্দেশে বলেন, “আপনি যা অর্জন করেছেন তা দেখে আমি অভিভূত। অত্যন্ত স্বল্প সময়ে আপনি অনেক কিছু করেছেন। “যখন দেশের অবনতির ঝুঁকি ছিল সবচেয়ে বেশি, তখন আপনি দায়িত্ব গ্রহণ করেছেন। আপনি সঠিক সময়ে সঠিক ব্যক্তি।” দুজনের আলাপে বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংস্কার, আঞ্চলিক পরিস্থিতি ও ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনসহ বিভিন্ন বিষয় উঠে আসার কথা সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে প্রধান উপদেষ্টার দপ্তর। এতে বলা হয়, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার...