ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আসন্ন হজের সময় বিমান ভাড়া কমাতে হাবসহ সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবে মন্ত্রণালয়। এক্ষেত্রে প্রয়োজনে প্রধান উপদেষ্টার সহায়তা নেওয়া হবে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে বাংলাদেশ হজ একাডেমি আয়োজিত ‘সহজ হজ ফাইন্যান্সিং ও সাশ্রয়ী হজ ব্যবস্থাপনা’ বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে পুরনো ঠিকানায় ফিরে যাবো। তবে আগামী সরকারের জন্য একটি ভালো ব্যবস্থাপনা তৈরি করে দিয়ে যেতে চাই। নির্বাচন...