গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে হামলা, গণহত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক, লেখক ও গবেষক ড. মাহমুদুর রহমান। এদিন তিনি আদালতে জুলাই আন্দোলন দমনে হত্যাসহ বিভিন্ন অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জিয়াউল আহসানসহ কয়েকজন সাবেক সেনা কর্মকর্তার ভূমিকা বর্ণনা করেন। সাক্ষী ড. মাহমুদুর রহমান বলেন, ১৪০০ শহীদের পিতা-মাতা বেঁচে আছেন বিচারের আশায়। আদালতে শহীদদের পিতা-মাতার বিচার পাওয়ার আকুতি তুলে ধরেন তিনি। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে মাহমুদুর রহমান উপস্থিত হন। আজ বেলা ১১টা...