প্রথমার্ধের বিবর্ণতা ঝেড়ে বেশ ভালো খেলল আর্সেনাল। বদলি নামার ৩৬ সেকেন্ডে চমৎকার একটি গোল করলেন গাব্রিয়েল মার্তিনেল্লি। শেষ দিকে জালের দেখা পেলেন আরেক বদলি খেলোয়াড় লিয়ান্দ্রো ত্রোসার। আথলেতিক বিলবাওকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করল মিকেল আর্তেতার দল। নতুন আসরের প্রথম দিন মঙ্গলবার বিলবাওয়ের সান মামেসে আর্সেনালের জয় ২-০ গোলে। গোল করার পাশাপাশি একে অন্যের গোলে অবদানও রাখেন মার্তিনেল্লি ও ত্রোসার। প্রথমার্ধে গোলমুখে কার্যকর হতে পারেনি কেউই। এই সময়ে গোলের জন্য আর্সেনালের চার শটের একটি লক্ষ্যে ছিল। বিলবাওয়ের সাত শটের সবগুলো ছিল লক্ষ্যভ্রষ্ট। ২৪তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পান আর্সেনালের ভিক্তর ইয়োকেরেশ। মাঝমাঠ থেকে বল ধরে বক্সে ঢুকে ঠিকমতো শট নিতে পারেননি এই সুইডিশ স্ট্রাইকার, অনায়াসে ঠেকান গোলরক্ষক। দুই মিনিট পর বক্সে হেড লক্ষ্যে রাখতে পারেননি তিনি। একটু পর হেডের...