টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই। মাথায় সমীকরণের এমন চাপ নিয়ে মাঠে নামে বাংলাদেশ। স্নায়ুর চাপ এসেছিল লাল-সবুজের প্রতনিধিদের সামনেও। সেই চাপকে সামাল দিয়েছে দারুণ দক্ষতায়। এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আফগানিস্তানকে বাংলাদেশ হারিয়েছে ৮ রানে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান তোলে দলটি। জবাবে রুদ্ধশ্বাস ম্যাচে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৬ রানে থামে আফগানিস্তান। আফগান ইনিংসের প্রথম বলেই সেদিকউল্লাহ অটলকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন নাসুম। রানের খাতা খোলার আগে নেই এক উইকেট। দ্বিতীয় ওভারের শেষ বলে উইকেট পেতে পেতেও পায়নি বাংলাদেশ। তাসকিন আহমেদের ডেলিভারিতে পয়েন্টে ক্যাচ তুলে দেন ইব্রাহিম জাদরান। রিশাদ হোসেন মিস করলে বেঁচে যান জাদরান। পঞ্চম ওভারে অবশ্য নাসুমের কাছ থেকে রক্ষা...