ডু অর ডাই ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে এশিয়া কাপে সুপার ফোর পর্বে যাওয়ার স্বপ্ন টিকিয়ে রাখলো বাংলাদেশ। আবুধাবিতে আগে ব্যাট করে বাংলাদেশের দেওয়া ১৫৫ রানের লক্ষ্য তাড়ায় আফগানিস্তান শেষ বলে গুটিয়ে যায় ১৪৬ রানে। বোলার আর ফিল্ডারদের দারুণ সমন্বয়ে আসে বাংলাদেশের এ জয়। নাসুম দুর্দান্ত শুরু করেন প্রথম বলেই উইকেট তুলে নিয়ে। এরপর ইবরাহিমকে করেন এলবিডব্লিউ। পাওয়ারপ্লেতে অসাধারণ বোলিং করে আফগানিস্তানকে ব্যাকফুটে ঠেলে দেন তিনি। মাঝেমধ্যে কোনো পার্টনারশিপ গড়তে শুরু করলেই বাংলাদেশ উইকেট তুলে নেয়, যা আফগানদের এগোতে দেয়নি। আজমতউল্লাহ ওমরজাই ছিলেন সবচেয়ে বিপজ্জনক। চমৎকার ফর্মে ব্যাট করছিলেন, কিন্তু তাকেও থামান তাসকিন আহমেদ। এরপর জানাতের রান আউট ও মোস্তাফিজের হাতে রশিদের আউট হওয়া ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় বাংলাদেশের পক্ষে। শেষ ওভারে নুর দুটি গুরুত্বপূর্ণ ছক্কা হাঁকান। এতে হারের...