১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম নাট্যসংগঠন আবহমান এবং স্বপ্নদল যৌথভাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে আয়োজন করেছে তিনদিনব্যাপী ‘আবহমান-স্বপ্নদল নাট্য-অয়োজন ২০২৫’। ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার ও বুধবার সন্ধ্যা সাতটায় আবহমানের পরিবেশনায় যথাক্রমে ‘সুন্দরী’ ও ‘চ-ীদাস’ প্রযোজনার উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। ‘চ-ীদাস’ রচনা করেছেন শান্তা মারিয়া আর ‘সুন্দরী’ রচনাসহ এ দু’টি প্রযোজনারই নির্দেশনা দিয়েছেন শাহিন রিজভি। শেষদিন ১৮ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় থাকছে স্বপ্নদল প্রযোজনা ‘ভারত রঙ্গ মহোৎসব’সহ দেশ-বিদেশে প্রশংসিত জাহিদ রিপনের নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’-র ১২০তম মঞ্চায়ন। আফগানদের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল টাইগাররা হাসিনার পাতানো নির্বাচনে অংশ নেয়া দলও যুগপৎ আন্দোলনে নামছে বিচারপতির উপস্থিতিতে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ৯ জনের ভার্চুয়ালি হাজিরা রাজউক সাবেক চেয়ারম্যান ছিদ্দিকের বিরুদ্ধে দুদকের মামলা জুলাই শহীদ...