১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম ফরাসি ছবি ‘১০০ ইয়ার্স : দ্য মুভি ইউ উইল নেভার সি’ আজ পৃথিবীর কেউ দেখতে পাবে না। হ্যাঁ, এ ছবি তৈরি হয়েছে, কিন্তু পৃথিবীর কেউ কখনও এটি দেখতে পারবে না। আসুন আমরা আপনাকে বলি কেন। এ সায়েন্স ফিকশন ছবিটি প্রযোজনা করেছেন অভিনেতা এবং লেখক জন মালকোভিচ। তিনি কেবল ছবিটি লিখেনইনি, এতে মুখ্য ভূমিকাও পালন করেছেন।পরিচালক রবার্ট রদ্রিগেজ পরিচালিত এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি আসলে একটি পরীক্ষামূলক চলচ্চিত্র। এটি এক দশক আগে ২০১৫ সালে সম্পন্ন হয়েছিল। তবে, আজকের বিশ্বের কেউ এটি দেখতে পারবে না, কারণ ছবিটি এক শতাব্দী পরে, ১৮ নভেম্বর, ২১১৫ সালে মুক্তি পাবে।এ পরীক্ষামূলক ছবিটিও একটি বিজ্ঞাপন, যা ফরাসি কোম্পানি রেমি মার্টিনের সাথে তার বিখ্যাত পণ্য ‘কগনাক লুই ঢওওও’...