সুপার ফোরের আশা বাঁচাতে জয় লাগবেই, এশিয়া কাপের এমন ম্যাচে আজ (১৬ সেপ্টেম্বর) আফগানিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানকে ১৫৫ রানের লক্ষ্য দিয়েছে ৮ রানে জিতেছে বাংলাদেশ। টস জিতে আজ আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এ ম্যাচে বাংলাদেশ চারটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। দলে রাখা হয়নি পারভেজ হোসেন ইমন, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান ও তানজিম হাসান সাকিবকে। দলে ঢুকেছেন সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ। তানজিদ হাসান তামিমের সাথে ওপেনিংয়ে নামেন সাইফ হাসান। ভাগ্যের সহায়তা পান দুজনই। প্রথম ওভারে ক্যাচ তুলেও বেঁচে যান সাইফ হাসান। তৃতীয় ওভারে ভাগ্য সুপ্রসন্ন হয় তানজিদ হাসানের। পাওয়ার প্লের ৬ ওভারে বাংলাদেশ তোলে বিনা উইকেটে ৫৯। এশিয়া...