১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম জাতীয় অর্থেপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান-নিটোরে (পঙ্গু) এখন আর জুলাই যোদ্ধাদের জন্য বিশেষায়িত ওয়ার্ড নেই। তবে হাসপাতালটির ৪র্থ তলায় এখনো জুলাই আন্দোলনে পঙ্গু হওয়াদের চারজন চিকিৎসাধীন রয়েছেন। এদের একজন পটুয়াখালী জেলার দুমকি থানার কার্তিকপাশা গ্রামের আলমগীর হোসেনের একমাত্র পুত্র মনির হোসেন (৩০)। হাসপাতালটির চতুর্থ তলার এ ওয়ার্ডের এক নম্বর বেডে চিকিৎসাধীন মনিরের দুটি পা’ই অচল। চিকিৎসা পদ্ধতিতে বাম পায়ে খাঁচার মতো করে লোহার রড দিয়ে ঘিরে রাখা। প্রথমে দেখলে আঁতকে ওঠার মতো অবস্থা। ডান পায়ের গোড়ালির উপরেও বড় ক্ষত ফুলে আছে। গতকাল মঙ্গলবার সকালে সেখানে গিয়ে দেখা যায়, তিন বছরের মনিরের অবুঝ পুত্র-সন্তান বাবার শরীরের ওপর শুয়ে আছে। মনির হোসেন নিজেও গভীর ঘুমে। পাশে দাঁড়িয়ে ঘুমে থাকা স্বামীর...