১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম কোটি টাকার চাঁদাবাজির অভিযোগে করা মামলায় অব্যাহতি পেয়েছেন সিটি মেয়র শাহাদাত হোসেন। গতকাল মঙ্গলবার দ্বিতীয় অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. আবদুর রহমান এই আদেশ দেন। নগরীর চকবাজার থানার চাঁদাবাজির মামলায় শাহাদাত হোসেনসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরুর দিন ধার্য ছিল গতকাল। আসামিদের আইনজীবীরা তাদের নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন।শুনানি শেষে আদালত মামলার তিন আসামির মধ্যে শাহাদাত হোসেন ও মোজাফফর আহমেদকে মামলা থেকে অব্যাহতি দেন। ফাতেমা জোহরা নামের এক নারীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আগামী ধার্য দিনে সাক্ষ্য শুরু হবে। শাহাদাত হোসেন আরও দুটি রাজনৈতিক মামলায় খালাস পেয়েছেন। নগরীর কোতোয়ালি থানার দুটি মামলায় তিনিসহ আসামি ছিলেন ৩৮ জন।আদালত সূত্র জানায়, শাহাদাতসহ তিনজনের...