১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রক্রিয়ায় আরও এক ধাপ অগ্রগতি হয়েছে। উপজেলাগুলোর সীমানা নির্ধারণ সংক্রান্ত একটি লিখিত আদেশ বগুড়া জেলা প্রশাসকের বরাবরে পাঠানো হয়েছে। গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিটি কর্পোরেশন-২ অধিশাখার যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এই আদেশ জেলা প্রশাসকের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়।চিঠিতে বলা হয়েছে, বগুড়া পৌর এলাকায় সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার প্রস্তাব বাস্তবায়নের জন্য নতুন উপজেলা ও থানা স্থাপন সংক্রান্ত সচিব কমিটির সভায় উত্থাপনের আগে প্রাপ্ত তথ্যাদি সরেজমিন যাচাই করে জরুরি ভিত্তিতে প্রতিবেদন জমা দিতে হবে। এ দায়িত্ব দেওয়া হয়েছে যুগ্ম সচিব (নগর উন্নয়ন-১) আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খানকে।সূত্র জানায়, ২০০৪ সালে তৎকালীন চার দলীয় জোট সরকার বগুড়া পৌরসভাকে সম্প্রসারণ...