১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৯ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৯ এএম পুলিশ-প্রশাসনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্যতার ভিত্তিতে কারো কোনো পদোন্নতি দেননি বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ প্রসিকিউশনের রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী মো. আমির হোসেনের জেরার প্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন। গতকাল জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে ৪৬ নম্বর সাক্ষী হিসেবে মাহমুদুর রহমানকে জেরা করা হয়। জেরার একপর্যায়ে মাহমুদুর রহমানের উদ্দেশ্যে অ্যাডভোকেট আমির হাসেন বলেন, ফ্যাসিবাদ প্রতিষ্ঠার পেছনে ২০০৮ সালে ভূমিকা রাখায় তৎকালীন ডিজিএফআইয়ের কর্মকর্তা জেনারেল আমিন, ব্রিগেডিয়ার বারী ও ব্রিগেডিয়ার মামুন খালেদরা পদোন্নতি পেয়েছেন বলে আপনি সাক্ষ্য দিয়েছেন।...