১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম রাজনীতি প্রতিষ্ঠা হয় বয়ানের ওপর। সব দেশে, সবকালে নির্দিষ্ট বয়ানের (ন্যারেটিভ) ওপরই টিকে থাকে রাজনীতি। বাংলাদেশেও তাই। রাজনৈতিক দর্শন কিংবা আদর্শ যা-ই বলি না কেন, ওটাই হচ্ছে বয়ান। পালিয়ে যাওয়া শেখ হাসিনার নিজের একটি এজেন্ডা ছিলো। সেটি হচ্ছে, পিতৃহত্যার প্রতিশোধ। বাংলাদেশের মানুষকে ‘অপরাধী’ সাব্যস্ত করে সবাইকে শাস্তি দেয়া। সেটি তিনি দিয়েছেনও। কিন্তু যে বয়ানটা ফেরি করতেন (ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনা) সেটি ছিলো ভারতের। নুন খেয়ে ভারতের গুণ গেয়েছেন তিনি। চেতনা-ব্যবসার ফলও পেয়েছেন হাতেনাতে। দেশের মানুষ তাকে শুধু উৎখাতই করেনি। রাজনৈতিকভাবে হাতে হারিকেন ধরিয়ে দেয়া হয়েছে। মৃত্যুর আগ মুহূর্তে আহত বন্যপ্রাণির যেমন গোঙানি ছোটে, হাসিনা তেমনি গোঙাচ্ছেন। দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া এই নারী এখনো তার ভারত-প্রভুরকোলে থেকে...