১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উপকূলে অবস্থিত ইয়াস দ্বীপে প্রতœতাত্ত্বিকরা ১ হাজার ৪শ’ বছরের পুরনো একটি ক্রুশ উদ্ধার করেছেন। দ্বীপটি আবুধাবি থেকে প্রায় ১১০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।প্লাস্টারে ঢালাই করা প্রায় ১ ফুট লম্বা ক্রুশটি ১৯৯০-এর দশকে প্রথম খনন করা একটি বাড়ির উঠোনে খুঁজে পাওয়া যায় এবং এটি ৭ম এবং ৮ম শতাব্দীর একটি খ্রিস্টান সন্ন্যাস সম্প্রদায়ের অন্তর্গত।আবুধাবির সংস্কৃতি ও পর্যটন বিভাগের সাথে কাজ করা প্রতœতাত্ত্বিক মারিয়া গাজেউস্কা তিন দশক ধরে উত্তরহীন কিছু প্রশ্নের উত্তর দিতে সাইটে ফিরে এসেছেন।এটি আমাদের জন্য একটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ সময় কারণ অতীতে আমরা সবসময় ভাবতাম যে এই বাড়িগুলি একটি বিক্ষিপ্ত খ্রিস্টান সন্ন্যাস বসতির অংশ ছিল, কিন্তু আমাদের কাছে এর কোনো প্রমাণ ছিল না,’ তিনি বলেন।মারিয়া গাজেউস্কা...