১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৯ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৯ এএম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শহীদ সাজিদ একাডেমিক ভবনের আন্ডারগ্রাউন্ড পার্কিং, অবকাশ ভবনের ৪র্থ তলাসহ বেশ কিছু স্থানে নিয়মিতই মাদক সেবন ও কারবারের অভিযোগ উঠেছে। ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় গাঁজার গন্ধ ছড়িয়ে পড়লেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের তেমন কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।গত ১২ সেপ্টেম্বর শুক্রবার রাতে, শহীদ সাজিদ ভবনের নিচতলায় বহিরাগত পাভেল নামে এক ব্যক্তি ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ১৫তম আবর্তনের কয়েকজন শিক্ষার্থীকে গাঁজা সেবনের প্রস্তুতিকালে দেখা যায়। মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা যায়, ওই বিভাগের শিক্ষার্থী সাবায়েত গাঁজা প্রস্তুত করছিলেন। ক্যামেরা বুঝতে পেরে গাঁজার কাগজ লুকিয়ে ফেলেন এবং বহিরাগত পাভেলসহ দ্রুত স্থান ত্যাগ করেন। এর আগে, একই বিভাগের শিক্ষার্থী শাহ সাকিব সোবহান (ম্যাজিক) বহিরাগত এনে...